পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সায়েম থেকে সিনহা

বিচারপতি সিনহা তাঁর বইয়ে কি লিখেছেন, কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে বলেছেন সে বিষয়ে বাহাসের জন্য এই লেখা নয়। বরং এই ধরনের বই যে অতীতেও লেখা হয়েছে আর সেই বইয়ের আর্তনাদ যে আরও তীব্র সেটি স্মরণ করাতেই এই লেখা। অনুগ্রহ করে পড়বেন, একটু সময় চেয়েই নিচ্ছি আপনার থেকে, হোকনা একটু নষ্ট সময়, কত সময়ই তো নষ্ট করে থাকেন, আজও না হয় একটু হলো সময়ের অপব্যবহার। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নতুন বই নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন তপ্ত। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি এই নিয়ে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে। আমার মনেও আজ আজ ভীষণ এক জটলা বেঁধেছে। আওয়ামী লীগ বলছে, ‘এই গ্রন্থে (ব্রোকেন ড্রিম) বিচারপতি সিনহা সত্যের অপলাপ করেছেন। নিজের অপকর্ম ঢাকতে এই বই লিখেছেন।’ অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, ‘সিনহার বই হলো বিচার বিভাগের উপর সরকারের নির্লজ্জ হস্তক্ষেপের এক দলিল।’ দেশের সুশীল সমাজও কম যান না। একজন দেখলাম বলেছেন, ‘এই বই নাকি এক কলঙ্ক উন্মোচন।’ হাইরে স্বার্থান্বেষী সুশীল! তোরা কখনওই বাংলার কোন মঙ্গলজনক সমাধান বয়ে আনতে পারলিইনা বরঞ্চ অমঙ্গলের জন্য নিজেদের কৃষ্টি দোষীতরক্তের নির্লজ্জ প্রকাশ করেই আত্মতৃপ্তির

দুধতো নয় যেন পাকা বেল

ছবি

বড় বড় দুধের মহিলা গুলোই বেশি ভালো লাগে

ছবি