কষ্ট বোঝার মতো একজন মানুষও আমার ভাগে রাখেনি!

এই কষ্টের কি কবু শেষ আছে! আছে কি আর সামান্য আশার ঠিকানা! সবই তো শেষ। কেবল জীবনটাই পড়ে অাছে নিথর! কষ্ট যদি মাপার যন্ত্র থাকতো, তাহলে আমার কষ্ট গুলোল এতো ওজন হতো যে পৃথিবীও হালকা মনে হতো।

কারো কাছে বলতে পারিনা, না পারি সইতে। মন খুলে কাঁদতেও পারিনা। মনের ভেতরবাড়ি শূন্যতায় ঘেরা। একা একা কষ্টের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমার ভেতর-বাহির। কেউ বুঝতেও পারেনা। আল্লাহ্ শুধু কষ্ট দেওয়ার মানুষ দিল, কিন্তু কষ্ট বোঝার মতো একজন মানুষও আমার ভাগে রাখেনি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বপ্ন যেন সত্যি হলো, অনেকক্ষণ চুদলাম সানি লিওন'কে!